ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বেগম রোকেয়া স্মরণে গাজীপুরে বসুন্ধরা শুভসংঘের আলোচনা ও পাঠচক্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, ডিসেম্বর ৯, ২০২৪
বেগম রোকেয়া স্মরণে গাজীপুরে বসুন্ধরা শুভসংঘের আলোচনা ও পাঠচক্র

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে পাঠচক্র ও আলোচনাসভা করেছে গাজীপুর জেলা বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির জেলা সভাপতি মুসাফির ইমরানের সভাপতিত্বে সোমবার বিকেল ৪টায় রাজবাড়ী মাঠে ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে এই আয়োজন করে বসুন্ধরা-শুভসংঘ গাজীপুর জেলা শাখা।

শুভসংঘের সদস্য তানজিনা ইসলাম জেরিন বলেন, ‘কিভাবে কুসংস্কারের বেড়াজাল থেকে তিনি নারীদের শিক্ষাদানে ব্রতী হয়েছিলেন, নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। যেটি আজ কলকাতার লর্ড সিনহা রোডের প্রথম সারির স্কুল।

বেগম রোকেয়া সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯১৬ সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। এটি নারীদের শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে কাজ করত। ’

সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘তিনি (বেগম রোকেয়া) চেয়েছিলেন, নারী ও পুরুষ উভয়ই যেন সমান মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচেন।

তিনি নারী-পুরুষকে একটি গাড়ির দুটি চাকার সঙ্গে তুলনা করেছেন। নারীকে জাগিয়ে তুলেছিলেন, নারীর পরাধীনতায় হয়েছিলেন সোচ্চার। বর্তমানে নারীদের ভোটাধিকার, শিক্ষার অধিকার, কর্মসংস্থানের সুযোগ হতো না, যদি কেউ নিজ থেকে উদ্যোগ না নিতেন, অথবা নারীশিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে না পারতেন। ’

মো. ইমরান হোসেন বলেন, ‘বেগম রোকেয়ার হাত ধরেই নারীরা বন্ধ দেয়াল ভাঙার সাহস পেয়েছিল।

নিজের অধিকার আদায়ের কথা বলার শক্তি যুগিয়েছিল বেগম রোকেয়ার রচনা। নারীরা যে পুরুষের দাসীমাত্র নয় অর্ধাঙ্গিনী সে কথা বুঝতে শিখেছিল তার হাত ধরেই। শত বছর আগে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন বীজ তিনি বুনেছিলেন, আজ আমরা তার প্রতিফলন দেখতে পাই। বিশ্ব নেতৃত্বে ক্ষমতায়নে আজ নারীর জয়জয়কার। এটাই হয়।

স্বপ্ন দেখান একজন, সেই স্বপ্ন হাজার চোখে স্বপ্ন হয়ে ঘুরতে ঘুরতে কোনো এক সময় তা বাস্তবে রূপ নেয়। বেগম রোকেয়ার ক্ষেত্রেও সেটাই ঘটেছে। ’

আলোচনাসভা শেষে বেগম রোকেয়ার অনন্য সৃষ্টি ‘সুলতানার স্বপ্ন’ বইয়ের ওপর পাঠচক্র অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র ও আলোচনাসভায় অংশ নেন নিলয় আহমেদ, তানিজিনা আক্তার জেরিন, সোহেল রানা, ফরহাদ আহমেদ, মোকসেদুল হক, শ্যামল হোসাইন, আমিনুল ইসলাম, প্রত্যয় ভট্টাচার্য, মাফুজা, মেঘলা, তাছলিমা, রীমা, মারজিয়া, হামিদা, সুমাইয়া, মারিয়া, জান্নাতুল, বীথি, বনলতা, বিপ্লব আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ