ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার  

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, জুলাই ২৮, ২০২১
ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার  

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানির ৩৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৯ কোটি টাকা কম।

 

আগের কার্যদিবসে ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানির ৭৪ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ন্যাশনাল রেনেটা। কোম্পানিটির ৮ কোটি ৮৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টাকার বিকন ফার্মা এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এসএমএকে/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।