ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

শেয়ারবাজার

শেয়ারহোল্ডারদের ই-টিআইএন হালনাগাদের আহ্বান বিজিআইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, মার্চ ২২, ২০২০
শেয়ারহোল্ডারদের ই-টিআইএন হালনাগাদের আহ্বান বিজিআইসির

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি) লিমিটেড শেয়ারহোল্ডারদের ১২ ডিজিটের ই-টিআইএন তথ্য হালনাগাদের আহ্বান জানিয়েছে।

রোববার (২২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রেকর্ড ডেটের আগেই বিনিয়োগকারীদের এ তথ্য হালনাগাদ করতে হবে।

এজন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাব, রাউটিং নম্বর, অ্যাড্রেস, কন্টাক্ট নম্বর, ই-মেইল অ্যাড্রেস, ই-টিআইএন নম্বর ও বিও হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট এসব তথ্য হালনাগাদের আহ্বান করেছে। আগামী ১২ এপ্রিলের মধ্যে কোম্পানির শেয়ার অফিসে তথ্যগুলো জমা দিতে হবে।

বিজিআইসির রেকর্ড ডেট আগামী ১৩ এপ্রিল। কোনো শেয়ারহোল্ডার যদি রেকর্ড ডেটের আগে ই-টিআইএন নম্বর হালনাগাদ করতে ব্যর্থ হয় তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের লভ্যাংশ থেকে কর কাটা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।