সোমবার (০৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত অর্থমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘমেয়াদী অর্থায়নে পুজিঁবাজারকে একটি শক্তিশালী নিয়ামক হিসেবে দাঁড় করিয়েছেন অর্থমন্ত্রী।
তাই পুঁজিবাজার পরিবার থেকে অর্থমন্ত্রীকে স্বাগত জানান খায়রুল।
এর আগে স্বাগত বক্তব্যে বিএমবিএ’র প্রেসিডেন্ট ছায়েদুর রহমান শক্তিশালী ও স্বচ্ছ পুঁজিবাজার গঠনে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় তিনি মুহিতের জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএসইসি’র কমিশনার, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ও স্টেকহোল্ডার, বিএমবিএ’র কর্মকর্তা এবং পুঁজিবাজার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমএফআই/ জেডএস


