ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

শেয়ারবাজার

শেয়ার কিনবে ফেডারেল ইন্স্যুরেন্সের তিন পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, জুলাই ১৪, ২০১৬
শেয়ার কিনবে ফেডারেল ইন্স্যুরেন্সের তিন পরিচালক

ঢাকা: ৮০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির তিন পরিচালক।   আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দামে তারা ঘোষিত শেয়ার কিনবেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ডিএসইর ওয়েসবাইটে এই তথ্য প্রকাশিত হয়।

পরিচালক তিন জনের মধ্যে মো. সাবিরুল হক ৪০ হাজার, তোহিদুল আলম ও তৌফিকুল ইসলাম ২০ হাজার করে মোট ৪০ হাজার শেয়ার কিনবেন।

অপরদিকে কোম্পানিটির শেয়ার বিভাগের অফিস মতিঝিলের আমিন কোট থেকে ‘হক চেম্বারে’ (লেবেল-৬,৩ডিআইটি এক্সটেনশন রোড, মতিঝিল সি/এ) স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এমএফআই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।