ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

সন্ধানী লাইফ ও আফতাব অটোর বোর্ড সভা ৩০ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, জুন ২৬, ২০১৬
সন্ধানী লাইফ ও আফতাব অটোর বোর্ড সভা ৩০ জুন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা ও প্রকৌশল খাতের দুই কোম্পানি যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং আফতাব অটোসের বোর্ড সভা আগামী বৃহস্পতিবার (৩০ জুন) অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে বিমা খাতের সন্ধানী লাইফের বোর্ড সভা ওইদিন দুপুর সোয়া ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

অপর কোম্পানি আফতাব অটো মোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা দুপুর ২টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের (মার্চ-মে) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ২৬,২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।