ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

এক পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, জুন ২৩, ২০১৬
এক পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের এক পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এছাড়া পূবালী ব্যাংকের অপর এক পরিচালক শেয়ার উপহার হিসেবে গ্রহণ করবেন।

বৃহস্পতিবার (২৩ জুন) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা মামুন আজিম ৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দামে তিনি এ শেয়ার কিনবেন।

এছাড়া পূবালী ব্যাংকের পরিচালক রানা লায়লা হাফিজ ৯৯ লাখ ২৮ হাজার ১৯২টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ করবেন। বাবা হাফিজ আহমেদ মজুমদারের কাছ থেকে উল্লেখিত সংখ্যক শেয়ার উপহার হিসেবে গ্রহণ করবেন বলে ডিএসই’র ওয়েবসাইটে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।