ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

শেয়ারবাজার

শেয়ারের দাম বাড়ার কারণ জানে না সিএমসি কামাল

শেয়ারবাজার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, মার্চ ১০, ২০১৬
শেয়ারের দাম বাড়ার কারণ জানে না সিএমসি কামাল

ঢাকা: শেয়ারের দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে জানিয়েছে সিএমসি কামাল।

গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চায় ডিএসই কর্তৃপক্ষ।



সিএমসি কামালের শেয়ারের গত এক মাসের মূল্য চিত্রে দেখা যায়, ১৫ ফেব্রুয়ারি এর শেয়ারের মূল্য ছিল ১৬ টাকা। এরপর শেয়ারের মূল্য টানা বৃদ্ধি পেয়ে গত ১ মার্চ তা ২২ টাকায় পৌঁছায়। পরবর্তী দুই কার্যদিবস কিছুটা নিম্নমুখী থাকলেও ৯ মার্চ (বুধবার) তা ২২.৬ টাকায় লেনদেন শেষ হয়।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।