ঢাকা, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৮ এপ্রিল ২০২৫, ১৯ শাওয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংক হিসাবে উত্তরা ব্যাংকের লভ্যাংশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মে ১০, ২০১৫
ব্যাংক হিসাবে উত্তরা ব্যাংকের লভ্যাংশ

ঢাকা: উত্তরা ব্যাংক সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকরীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

ব্যাংক সূত্র মতে, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন)মাধ্যমে উত্তরা ব্যাংক নগদ লভ্যাংশের টাকা পাঠানো হয়েছে।

আর যেসব শেয়ারহোল্ডারের এনআরবি এবং ইনডেক্স নাম্বারে হিসাব রয়েছে, তাদের অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে হবে।

আগামী ১২ মে মঙ্গলবার থেকে ১৪ মে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা ব্যাংকের হেড অফিসে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লভ্যাংশের টাকা সংগ্রহ করা যাবে।

যারা নির্ধারিত তারিখের মধ্যে লভ্যাংশের টাকা সংগ্রহ করতে ব্যর্থ হবেন, তাদের টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।

৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের হিসাব শেষে উত্তরা ব্যাংক সাধারন বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। যা গত ২৩ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায়(এজিএম) অনুমোদিত হয়।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মে ১০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।