ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

টপ লুজারে লংকাবাংলা ফিন্যান্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, অক্টোবর ২৮, ২০১৪
টপ লুজারে লংকাবাংলা ফিন্যান্স

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের শেয়ার সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।

এদিন এ শেয়ার ৪ টাকা বা ৭ দশমিক ৯৫ শতাংশ দর হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ৪৬ টাকা ৩০ পয়সায়।



দিনভর এই শেয়ার ৪৫ টাকা ৬০ পয়সা থেকে ৪৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এ ছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের জিল বাংলা সুগার মিলস লিমিটেড। এদিন এ শেয়ারের দর ৬০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ৭ টাকা ৪০ পয়সায়।

দিনভর এ শেয়ার ৭ টাকা ৪০ পয়সা থেকে ৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।  

এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল সিভিও পেট্রোকেমিক্যাল, চতুর্থ বিডি বিল্ডিং, পঞ্চম ন্যাশনাল পলিমার, ষষ্ঠ বিকন ফার্মাসিউটিক্যালস, সপ্তম শাইনপুকুর সিরামিকস, অষ্টম বিডি অটোকারস, নবম রহিম টেক্সটাইল এবং দশম স্থানে ছিল পিএলএফএসএল।
 
বাংলাদেশ সময় : ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।