ঢাকা: চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে বস্ত্র খাতের আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের মুনাফা কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত গত ৩১ মার্চ সমাপ্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ৩৫ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা।
এর আগের অর্থবছরের একই সময়ে আনলিমা ইয়ার্নের মুনাফা হয়েছিল ৫৮ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছিল ৩৩ পয়সা।
এছাড়া গত নয় মাসে (২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত) কোম্পানিটির মুনাফা হয়েছে মোট ১ কোটি ৬ লাখ ৬৬ হাজার টাকা ও ইপিএস ৬০ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল যথাক্রমে ১ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা ও ৯২ পয়সা।
বাংলাদেশ সময় : ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪


