ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

শেয়ারবাজার

রেনেটার লভ্যাংশ সংগ্রহের অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জুলাই ১৩, ২০১৪
রেনেটার লভ্যাংশ সংগ্রহের অনুরোধ

ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনেটা লিমিটেডের ঘোষিত ক্যাশ (নগদ) ডিভিডেন্ড ওয়ারেন্টস নেওয়ার জন্য বিনিয়োগকারীদের অনুরোধ জানানো হয়েছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।



এতে জানানো হয়, ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে রেনেটার ঘোষিত লভ্যাংশ ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশনের মিল্ক ভিটা রোডের কোম্পানির করপোরেট কার্যালয়ের শেয়ার বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।

কোম্পানিটি আরও জানিয়েছে, এই সময়ে যেসব বিনিয়োগকারী তাদের ডিভিডেন্ড ওয়ারেন্টস সংগ্রহ করতে ব্যর্থ হবেন তাদের ডিভিডেন্টস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি তাদের বিনিয়োগকারীদের সাড়ে ৭৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেয়।

বাংলাদেশ সময় : ১২৫৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।