ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

পেনিনসুলার লেনদেন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, জুন ১৫, ২০১৪
পেনিনসুলার লেনদেন শুরু

ঢাকা: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সদ্য তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগাং লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে।

রোববার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।



এদিন দুপুর পৌনে ১২টা পর্যন্ত পেনিনসুলার শেয়ার সর্বোচ্চ ৪৫ টাকায় লেনদেন হয়। এ সময়ে শেয়ারটি সাড়ে ৩৭ থেকে ৪৫ টাকায় লেনদেন হচ্ছে।

কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়ে লেনদেন করছে। এর ট্রেডিং কোড ‘পেনিনসুলা’ এবং ডিএসই কোম্পানি কোড- ২৯০০৩।

সম্প্রতি পেনিনসুলা চিটাগাং লিমিটেডকে ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়। ডিএসইর পর্ষদ সভায় এই অনুমোদন দেওয়া হয়। একইভাবে সিএসইতে তালিকাভুক্ত করা হয়।
 
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা নির্দেশক মূল্যে বাজার থেকে পুঁজি সংগ্রহ করেছে। এ শেয়ারের মার্কেট লট ২০০টি শেয়ারে।
 
প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আইপিওর মাধ্যমে ৫ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে।
 
সংগৃহীত অর্থে কোম্পানিটি বিদ্যমান হোটেল সম্প্রসারণ ও চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন আরও একটি নতুন হোটেল নির্মাণ করবে। এছাড়া আইপিওর অবশিষ্ট অর্থ ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
 
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
 
গত ৩০ জুন ২০১৩ পর্যন্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পেনিনসুলার শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৪৯ টাকা ও পুনর্মূল্যায়নসহ শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩২ দশমিক ৭৩ টাকা।
 
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।