ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

বিসিআইএম সম্মেলনে ডিএসই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, জুন ৮, ২০১৪
বিসিআইএম সম্মেলনে ডিএসই

ঢাকা: ‘প্যান এশিয়া স্টক এক্সচেঞ্জ’ নামে নতুন আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ গঠনের লক্ষ্যে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।
 
চায়না কুনমিং ইন্টারন্যাশনাল লজিস্টিকস অ্যান্ড ফিন্যান্স অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে ‘বিসিআইএম (বাংলাদেশ-চায়না-ইন্ডিয়া-মায়ানমার) সম্মেলনে যোগ দিতে ডিএসই প্রতিনিধি ঢাকা ত্যাগ করে।


 
ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ ও ১০ জুন আঞ্চলিক সহযোগী ফোরাম বিসিআইএম-এর সম্মেলনে এ স্টক এক্সচেঞ্জ গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে।
 
ডিএসইর প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন- ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক ড. স্বপন কুমার বালা, পরিচালক ব্রি. জে. মুজিবুর রহমান, শাকিল রিজভি, মোহাম্মদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন, ডিএসইর সাবেক সভাপতি আহাসনুল ইসলাম টিটু, ডিএসইর ট্রেকহোল্ডার দেওয়ান আজিজুর রহমান এবং ডিএসইর ট্রেক, বোর্ড ও কর্পোরেট অ্যাফেয়ার্সের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুর রহমান।
 
আগামী ৯ জুন বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘প্যান এশিয়া স্টক এক্সচেঞ্জ’ চালু ও গঠন প্রক্রিয়া নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে। এছাড়াও সম্মেলনের দ্বিতীয় দিনে ‘প্যান এশিয়া স্টক এক্সচেঞ্জ’ এর ওপর একটি ঘোষণাপত্র স্বাক্ষরিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।