ঢাকা : ওষুধ ও রসায়ন খাতের এমবি ফার্মা কোম্পানির শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সবচেয়ে বেশি বেড়েছে। 
এদিন কোম্পানিটির প্রতি শেয়ারের দর বেড়েছে ৫২ টাকা ৭০ পয়সা বা ১৮ দশমিক ০৩ শতাংশ।                     
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল আলহাজ টেক্সটাইল। কোম্পানির শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ১৬ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১১৫ টাকা ৫০ পয়সায়। দিনভর এ শেয়ারের দর ১০৯ টাকা ৭০ পয়সা থেকে ১১৬ টাকায় ওঠানামা করে।
এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল দেশ গার্মেন্টস, চতুর্থ মিরাকল ইন্ডাস্ট্রিজ, পঞ্চম মেঘনা সিমেন্ট, ষষ্ঠ ইউনাইটেড ইন্স্যুরেন্স, সপ্তম এমজেএল বাংলাদেশ লিমিটেড, অষ্টম আনোয়ার গ্যালভানাইজিং, নবম এশিয়া ইন্স্যুরেন্স ও দশম হাক্কানি পাল্প অ্যান্ড পেপার।
বাংলাদেশ সময় : ১৬২২ ঘণ্টা, মে ১৮, ২০১৪


 
                                             
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                