ঢাকা : শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলস লিমিটেড কোম্পানি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।   
গত ৩১ মার্চে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরিশোধের পর কোম্পানির নেট মুনাফা হয়েছে ৪০ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা।                     
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিএসআরএম স্টিলসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ২৫ পয়সা।
বাংলাদেশ সময় : ১৩৩৬ ঘণ্টা, মে ১৫, ২০১৪


 
                                             
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                