ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

শেয়ারবাজার

শেয়ার লভ্যাংশ দেবে পিপলস লিজিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, এপ্রিল ২৭, ২০১৪

ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করেছে।
 
রোববার কোম্পানির বোর্ড সভায় এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


 
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে।
 
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৯৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪৪ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।