ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

সাইফ পাওয়ারটেকের আইপিও অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, এপ্রিল ১৫, ২০১৪
সাইফ পাওয়ারটেকের আইপিও অনুমোদন

ঢাকা: সাইফ পাওয়ারটেক লিমিটেড কোম্পানি কর্তৃপক্ষকে পুঁজিবাজার থেকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজি উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
মঙ্গলবার কমিশনের ৫১৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।


 
জানা যায়, কোম্পানিটি ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা মূল্যে বাজারে এক কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করবে। এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে প্রায় ৩৫ কোটি টাকা।
 
উত্তোলিত টাকা নতুন ইউনিট স্থাপন, মেশিনারিজ ক্রয় এবং মেয়দী ঋণ পরিশোধ ও আইপিওর কাজে ব্যয় কর‍া হবে।
 
সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ দশমিক ২৯ টাকা।
 
কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ( আইসিবি)।
 
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।