ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

শেয়ারবাজার

পুঁজিবাজারে কারসাজি মামলার ট্রাইব্যুনালে হুমায়ুন কবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, মার্চ ১৬, ২০১৪
পুঁজিবাজারে কারসাজি মামলার ট্রাইব্যুনালে হুমায়ুন কবির

ঢাকা: পুঁজিবাজারে কারসাজি সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ময়মনসিংহের বিশেষ জজ (জেলা জজ) হুমায়ুন কবির।
 
রোববার দুপুরে তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন নিজামীর কাছে নিয়োগপত্র দাখিল করেন।


 
আইন মন্ত্রণালয় গত ৭ জানুয়ারি পুঁজিবাজার-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপন জারি করে। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে হুমায়ুন কবিরকে নিয়োগ দেওয়া হয়।
 
গত ২৬ ফেব্রুয়ারি আইন ও বিচার বিভাগের বিচার শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনটি জারি করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।