ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

শেয়ারবাজার

নেতৃত্বের ‘শতক’ পূরণের অপেক্ষায় স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, এপ্রিল ২১, ২০১২
নেতৃত্বের ‘শতক’ পূরণের অপেক্ষায় স্মিথ

জোহানেসবার্গ: টেস্ট অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে ১০০ টেস্টে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় আছেন গ্রায়েম স্মিথ। ইংল্যান্ড সফরেই শততম ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার স্বাদ পূর্ণ করবেন এই প্রোটিয়াস নেতা।



চোটের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র শুরুর কয়েকদিন আগে গোড়ালিতে অস্ত্রোপচার করিয়েছেন স্মিথ। চোট কাটিয়ে মাঠে ফিরতে তাকে দুইমাস বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। তাই পুনে ওয়ারিয়র্সের হয়ে এই মৌসুমে আইপিএলে খেলতে পারেননি বাঁহাতি এই ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেন , ‘যেভাবে স্মিথের চোট সেরে যাচ্ছে, তাতে আমি খুশি। অস্ত্রোপচার সফল হয়েছে। এখন শুধু সেরা উঠার অপেক্ষা। ’

তিন টেস্টের সিরিজ খেলতে আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। ১৯ জুলাই ওভালে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে উভয় দল।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২

সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।