খুলনা: খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৬) নামের এক যুবক মারা গেছেন। তিনি কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর ৬ টার দিকে ৩নং কয়রা গ্রামের মাহবুব সরদারের ধান ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
স্থানীয়রা জানান, আব্দুর রহমানের বাড়ির পিছনে মাহাবুব সরদার নামের এক ব্যক্তি ধান ক্ষেত আছে। তিনি ধান ক্ষেতে বৈদ্যুতিক তার দিয়ে ধান পাহারা দেন। ভোরে আব্দুর রহমান ধানক্ষেত দিয়ে কাজে যাচ্ছিলেন এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার এখনও মামলা করেনি। তারা যদি মামলা করতে চাই অপমৃত্যু মামলা হবে।
এমআরএম