সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর কোল জুড়ে জন্ম নেওয়া ফুটফুটে শিশুটি পরম যত্নে লালিত পালিত হবে একই উপজেলার মাঘুরালি গ্রামের রুমানা-আশিকুর দম্পতির পরিবারে।
তাদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৭ অক্টোবর) কালিগঞ্জ উপজেলা সমাজসেবা দপ্তর আনুষ্ঠানিকভাবে শিশুটিকে ওই দম্পতিকে দত্তক দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সকল আনুষ্ঠানিকতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল শিশুটিকে তার নতুন বাবা-মায়ের কোলে তুলে দিয়ে নিজ হাতে দুই পায়ে নুপুর পরিয়ে দেন।
শিশুটিকে হস্তান্তরকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবিরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত পরিচয় এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে জন্ম নেয় শিশুটি।
তারও প্রায় এক মাস আগে উপজেলার মৌতলা বাজার এলাকায় ওই মানসিক ভারসাম্যহীন নারীকে অন্তঃসত্ত্বা অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী ও কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা–কর্মচারীরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তখন থেকেই মানসিক ভারসাম্যহীন ওই গর্ভবতী মায়ের খোঁজখবর নিতেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের নির্দেশনায় স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ এক মাস ধরে তাকে পরিচর্যা ও চিকিৎসা সেবা দেন। এর প্রেক্ষিতে ওই নারী ১৬ সেপ্টেম্বর সুস্থ ও স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে সক্ষম হন।
তবে, পুনর্বাসনের চেষ্টা করেও মানসিক ভারসাম্যহীন ওই নারীকে এক জায়গায় রাখতে ব্যর্থ হন সংশ্লিষ্টরা।
এমআরএম


