ঢাকা, সোমবার, ১১ কার্তিক ১৪৩২, ২৭ অক্টোবর ২০২৫, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

খুলনায় রোটারী স্কুলের সুবর্ণজয়ন্তী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, অক্টোবর ২, ২০২৫
খুলনায় রোটারী স্কুলের সুবর্ণজয়ন্তী

খুলনা: খুলনার রোটারী স্কুলের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯ টায় স্কুলের প্রাক্তণ ও বর্তমান শিক্ষারথীদের অংশগ্রহণে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

শোভাযাত্রাটি খালিশপুর গাবতলা থেকে পৌরসভা মোড় হয়ে আবার রোটারী স্কুল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বেলুন ও কবুতর উড়িয়ে মূল আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

অনুষ্ঠান সূচী অনুযায়ী তারপর কেক কাটা, ‘আলোকিত হোক আগামীর স্বপ্ন’ শীর্ষক আলোচনায় অংশ নেয় শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাক্তণ শিক্ষার্থীরা একে অপরে বহুদিন পর দেখে জড়িয়ে ধরতে দেখা যায়। অনেককে নাচতে দেখা যায় এ সময়। এক সাথে নিজের ব্যাচের সাল বলে চিৎকার করে তারা।

বৃষ্টি উপেক্ষা করে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি রোটারী স্কুলের বৃহস্পতিবার সকালের পরিবেশ ছিল উৎসবমূখর।

২০০০ সালের এস এস সি ব্যাচের সালেহীন আহমেদ রোমেল বলেন, এতদিন পর পুরাতন সেই বন্ধুদের একসাথে দেখে আনন্দে কি করবো বুঝতেছিনা। আমরা নিজেদের জীবনে এখন খুব ব্যস্ত। লন্ডনে আমার ব্যবসা রেখে এসেছি এ অনুষ্ঠানে থাকবো বলে। চুল পেকেছে আমাদের কিন্তু এতদিন পর ছোটবেলার বন্ধুদের দেখে যেন আবার সেই ছেলেবেলায় ফিরে গেছি।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার (৩ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনে আনন্দ চলবে সারাদিন-রাত।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ