ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সারাদিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি সাময়িকভাবে শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ভাঙ্গায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ শুরু করে স্থানীয় জনতা।
তারা জানান, আগামী শুক্র ও শনিবার তাদের দাবি মেনে না নেওয়া হলে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পুনরায় ২৪ ঘণ্টাব্যাপী লাগাতার কর্মসূচি শুরু করা হবে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় অবরোধ তুলে নেওয়ার পর ধীরগতিতে যান চলাচল শুরু হয় এবং আটকে থাকা যাত্রীরা স্বস্তির নিশ্বাস ফেলেন। দীর্ঘ সময় আটকে থাকার পরও খাবার–পানি সংকট ও ভোগান্তি সামলে অনেকেই গন্তব্যে রওনা দেন। পরিবহন, মাইক্রোবাস, পিকআপভ্যান, ট্রাক ও কাভার্ডভ্যানও গন্তব্যে চলাচল শুরু করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাইকে ঘোষণা দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার ও নতুন কর্মসূচি ঘোষণা দেন স্থানীয় আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ঢাকা–বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা–খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় ওই দুই ইউনিয়নের জনগণ মহাসড়ক দুটি অবরোধ করে। এতে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকে পড়ে।
এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–খুলনা রেলসড়কের ভাঙ্গার কৈডুবিতে গাছের গুঁড়ি ফেলে দেওয়া হলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলস্টেশনে থেমে থাকে। পরে বিকল্প রুটে ট্রেনটি ঢাকায় পৌঁছায়।
জানতে চাইলে আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা বলেন, সরকারি ছুটি ও নামাজের কারণে আগামী শুক্র ও শনিবার আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, আমাদের কোনো মিশন–ভিশন নেই, রাজনৈতিক উদ্দেশ্যও নেই। আমাদের চাওয়া একটাই—আমরা ভাঙ্গা ছেড়ে নগরকান্দায় যাব না। আমরাও চাই না কারও ভোগান্তির সৃষ্টি হোক। কিন্তু প্রশাসন আমাদের দাবিকে গুরুত্ব না দেওয়ায় আমরা এ পথে আসতে বাধ্য হয়েছি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, তৃতীয় দিনের মতো সকাল–সন্ধ্যার অবরোধ কর্মসূচি সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীরা প্রত্যাহারের পর দুটি মহাসড়কে যান চলাচল শুরু হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আগামী রোববার সকাল থেকে ফের অবরোধ কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে নগরকান্দায় যুক্ত করা হয়। এর প্রতিবাদে এলাকাবাসী একাধিকবার মহাসড়ক অবরোধ করেছেন এবং হাইকোর্টে রিটও দায়ের করেছেন।
আরও পড়ুন...
** ফরিদপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধ, ২১ জেলার সঙ্গে যান চলাচল বন্ধ
** ফরিদপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধ, এক আন্দোলনকারীর মৃত্যু
** ফরিদপুরে সড়ক অবরোধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ
** ফরিদপুরে টানা তিন দিনের মতো সড়ক অবরোধ, অচল যোগাযোগ ব্যবস্থা
** ফরিদপুরে এবার রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
এসআরএস