ফরিদপুরে কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দুজনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট গ্রামের আতিয়ার শেখের ছেলে মো. সজীব শেখ (২৬) ও একই গ্রামের ইসলাম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (২৫)। অপর ১০ বছরের সাজাপ্রাপ্ত শিশু আসামি হলো একই গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে মোহাম্মদ ইয়াসিন মোল্লা।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ জুলাই রাতে কিশোরী মেয়েটি ঘরের বাইরের টিউবওয়েলে গেলে ওই তিন যুবক তাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর তাকে মুখ বেঁধে ফেলে রেখে পালিয়ে যান। পরে কিশোরীটির মা মেয়েকে খুঁজতে গিয়ে প্রতিবেশী এক আসামির বাড়ির উঠানে তাকে দেখতে পান। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শিশুটির বাবা ঘটনার তিনদিন পর ওই তিন আসামির নামে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলা ধর্ষকদের জন্য একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
এসআরএস