বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল রাজশাহী মহানগর শাখার সভানেত্রী অ্যাডভোকেট রওশন আরা পপি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার পর রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
অ্যাডভোকেট রওশন আরা পপি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে রাজশাহী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী জানান, রওশন আরা পপি ছিলেন রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী। তিনি ছিলেন রাজশাহী মহানগর মহিলা দলের কারিগর। তার স্বামী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নূর-ই-আফতাব।
এছাড়াও তিনি ছিলেন অ্যাডভোকেট শামসুল বারীর বোন ও মরহুম অ্যাডভোকেট আলী হোসেন সাহেবের মেয়ে।
১৯৯৬ সালে রওশন আরা পপি রাজশাহী বার অ্যাসোসিয়েশনে যোগদান করেছিলেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমার জানাজা শেষে দাফন করা হবে।
আরএ