ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

দর্শনায় দিনেদুপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, সেপ্টেম্বর ৯, ২০২৫
দর্শনায় দিনেদুপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা ঘটনাস্থল

চুয়াডাঙ্গার দর্শনায় দিনেদুপুরে দোকানে ঢুকে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দর্শনা পুরাতন বাজার মোড়ে বন্ধু জুয়েলারিতে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী শ্রী সঞ্জয় কুমার সান্তারাকে (৩৬) গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় নয়টি সেলাই দিতে হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও জুয়েলারি ব্যবসায়ী জানান, মুখে মাস্ক পরা অবস্থায় ক্রেতা সেজে কয়েকজন দোকানে প্রবেশ করে। তারা বিয়ের অনুষ্ঠানের জন্য স্বর্ণালংকার দেখাতে বলেন। ব্যবসায়ী সঞ্জয় কুমার কানের দুল, চেইন, আংটি ইত্যাদি দেখান।

একপর্যায়ে ক্রেতারা একাউন্ট বা বিকাশ নাম্বার চান। সঞ্জয় জানান, তার কোনো নাম্বার নেই এবং সামনে বুথ থেকে টাকা তোলা যাবে।

ঠিক তখনই এক প্রতারক ব্যাগ থেকে ধারলো অস্ত্র বের করে সঞ্জয়ের মাথায় আঘাত করেন। তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা সঞ্জয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।