বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চাঁদপুর জেলার ১৯ জন সাংবাদিকের মাঝে প্রায় ১৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
তিনি বক্তব্যে বলেন, কল্যাণ ট্রাস্ট থেকে দেশের ৬৪ জেলার ৩২০ জন সাংবাদিককে ২ কোটি ২০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। প্রতি ৩ মাস পরপর এই অনুদান দেওয়া হয়। চাঁদপুরের সাংবাদিকদের মধ্যে ঐক্য আছে। অধিকাংশরাই পেশাদার সাংবাদিক। যাচাই-বাছাইতে স্বচ্ছতা থাকায় ২২ জনের মধ্যে ১৯ জনের আবেদন গ্রহণ করা হয়।
তিনি বলেন, আমার কাছে দলমত কোনো কিছুই নেই। কে কোন গণমাধ্যমে কাজ করেন সেটা বিষয় নয়। মূলত যিনি প্রকৃত সাংবাদিক এবং অসুস্থ তাকে অনুদান থেকে কোনোভাবেই বঞ্চিত করছি না। কারণ এই টাকা কোনো রাজনৈতিক দলের নয়, রাষ্ট্রের। ৫ আগস্টের আগে একটি দলের ট্যাগ দিয়ে কিছু সাংবাদিককে সবসময় বঞ্চিত করা হয়েছে।
এই সাংবাদিক নেতা বলেন, আমরা সবসময় চেষ্টা করছি বঞ্চিত ও অসুস্থ সাংবাদিকদের পাশে থাকার জন্য। তারপরও কেউ কেউ আমাদের বিষয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করেন।
তিনি সারাদেশে সাংবাদিকদের নানা সমস্যা এবং কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সহায়তার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, যারা সিনিয়র এবং বয়স্ক সাংবাদিক তাদের জন্য মাসিক ভাতা ব্যবস্থা করার জন্য ট্রাস্টের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত, জেলা তথ্য অফিসার তপন ব্যাপারী ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।
আরও বক্তব্য দেন সাংবাদিক জালাল চৌধুরী, মুনীর চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, আলম পলাশ, লক্ষ্মন চন্দ্র সূত্রধর, মো. শওকত আলী, আবদুল আউয়াল রুবেল, চৌধুরী ইয়াছিন ইকরাম ও কেএম সালাহউদ্দিন।
আর্থিক সহায়তার চেক পেয়ে অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক মির্জা জাকির, আল ইমরান শোভন, হাসান মাহমুদ, জিসান আহমেদ নান্নু, এমরান হোসেন রাজন ও মিজানুর রহমান লিটন।
অনুদানপ্রাপ্ত অসুস্থ ও দুস্থ সাংবাদিকরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই আর্থিক সহযোগিতা পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতা এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরএ