ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একাধিক স্থানে মহাসড়কে অবরোধের কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকাগামী যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।
সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকেই ভাঙ্গা উপজেলার একাধিক স্থানে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। যার প্রভাবে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, ঢাকার উদ্দেশে মহাসড়কের যাত্রী ছাউনিতে অপেক্ষা করছেন যাত্রীরা। তবে ভাঙ্গা বা দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে কোনো যানবাহনই ছেড়ে আসেনি। দূরপাল্লার পরিবহন ও লোকাল পরিবহন না থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেকেই বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয়বারের মতো মঙ্গলবার সকাল থেকে ভাঙ্গা-ফরিদপুর সড়ক, ভাঙ্গা-বরিশাল সড়ক, ভাঙ্গা গোলচত্বর, মালিগ্রামসহ একাধিক স্থানে এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। ফলে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে পারছে না দূরপাল্লার যানবাহন।
অন্যদিকে ঢাকার উদ্দেশেও কোনো যানবাহন চলতে দেখা যায়নি সকাল থেকে। এতে করে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। দুপুরের দিকে বিকল্প পথে শিবচর হয়েছে মাদারীপুর-বরিশাল থেকে আসা যানবাহন ঢাকার উদ্দেশে চলাচল শুরু করে বলে জানা গেছে। তবে আঞ্চলিক সড়ক হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয় সেখানে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বিকেলে ঢাকার উদ্দেশে শিবচরের সূর্যনগর যাত্রী ছাউনিতে থাকা আশ্রাফুল আলম নামে এক যাত্রী বলেন, এক ঘণ্টা ধরে বসে আছি। কিন্তু কোনো গাড়ি আসছে না। গাড়ি চলাচল বন্ধ থাকায় আমরা দুর্ভোগে পড়েছি। '
জাহানারা বেগম নামে আরেক যাত্রী বলেন, 'দীর্ঘসময় ধরে বসে থেকেও গাড়ি পাচ্ছি না। ঢাকায় যাওয়া জরুরি, অথচ যেতে পারছি না। অনেকে বাস চলাচল না করায় ফিরে গেছেন বাড়িতে। '
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান,'ভাঙ্গাতে সড়ক অবরোধ করায় সকাল থেকেই এক্সপ্রেসওয়েতে পরিবহন চলাচল কার্যত বন্ধ। মাঝে মধ্যে ছোট গাড়ি, পিকআপভ্যান, দুই/একটি বাস চলতে দেখা গেলেও যানবাহন চলাচল স্বাভাবিক নয়। '
আরএ