ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিকতায় সুপেয় পানি পেল আর্মিপাড়াবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, সেপ্টেম্বর ৯, ২০২৫
উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিকতায় সুপেয় পানি পেল আর্মিপাড়াবাসী সুপেয় পানি সরবরাহের উদ্বোধন করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি

বান্দরবান সদর উপজেলার আর্মিপাড়া ও তৎসংলগ্ন এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘবের বিষয়টি বিবেচনা করে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনির নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কমিউনিটি বেইজড পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে।  

‘বান্দরবান জেলার উপজেলাগুলোতে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সুপেয় পানি সরবরাহ’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

এই স্কিমের আওতায় গভীর নলকূপ থেকে পানি রিজার্ভারে জমা হবে, সেখান থেকে পাইপের মাধ্যমে পাঁচটি পানির কলের মাধ্যমে সুপেয় পানি পাওয়া যাবে। এই পাঁচটি পানির কলের মধ্য থেকে বান্দরবান সদরের পৌর এলাকার আর্মিপাড়ায় দুটি এবং স্থানীয় মসজিদের দুইটি পানির কলের মাধ্যমে পানি সরবরাহ করা হবে।  

এছাড়াও উপজেলা পরিষদে আগত সেবা প্রার্থীদের পানির কষ্ট লাঘবের উদ্দেশ্যে একটি পানির কল পরিষদ প্রাঙ্গণে ও উন্মুক্ত রাখা হয়েছে।
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি আর্মিপাড়ায় প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং সুপেয় পানি সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ইউএনও জানান, স্থানীয় মানুষের সুপেয় পানির চাহিদা বিবেচনা করেই এই সেবা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং এই সেবা কার্যক্রমের ব্যবস্থাপনা ও নিরাপত্তার দায়িত্ব আমাদের সবার।  

এসময় তিনি আরও বলেন, এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে সদর উপজেলা পরিষদ, আর্মিপাড়া ও তৎসংলগ্ন এলাকার সুপেয় পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির চাহিদাও পূরণ হবে।

এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপ-সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথেন চাকমাসহ বান্দরবান সদরসহ স্থানীয় সুফলভোগী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বান্দরবান জেলা সদরের বিভিন্নস্থানে সুপেয় পানির তীব্র সংকট রয়েছেআর এরই পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের পার্শ্ববতী আর্মিপাড়ায় দীর্ঘদিন ধরে পানির সংকট এমন সংবাদ ও এলাকাবাসীর চাহিদার ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  মাধ্যমে পানির চাহিদা পূরণের জন্য কমিউনিটি বেইজড পাইপড ওয়াটার সাপ্লাইস্কিম প্রজেক্ট বাস্তবায়ন করেছে, আর এই প্রকল্পের মাধ্যমে এলাকার পানির চাহিদা অনেকটাই পূরণ হবে বলে আশাবাদ স্থানীয় বাসিন্দাদের।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।