বগুড়ায় সৎ মায়ের সঙ্গে ঝগড়া করে বিপুল চন্দ্র সাহা (২৫) নামে এক যুবক ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে শহরের চকযাদু ক্রস লেন এলাকায় এ ঘটনা ঘটে।
বিপুল সাহা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত বিনয় চন্দ্র সাহার ছেলে। তিনি শহরে ফুটপাতে ফল বিক্রি করতেন।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপুলের মা দীর্ঘদিন ধরে ভুটানে বসবাস করেন। এ কারণে তার বাবা দ্বিতীয় বিয়ে করে কাটনারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। কয়েকমাস আগে বিপুলের বাবা মারা যান। এরপর থেকে সৎ মায়ের সঙ্গে বসবাস করতেন বিপুল। সাংসারিক বিভিন্ন সমস্যা নিয়ে সৎ মায়ের সঙ্গে তার ঝগড়া লেগেই থাকত। সোমবার বিকেলে সৎ মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হন বিপুল। রাত ১১টার দিকে শহরের চকযাদু ক্রস লেন এলাকায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বগুড়া রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় বিপুল ট্রেনের সামনে ঝাঁপ দেন। এসময় ট্রেনের ধাক্কায় তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন বিপুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
এসআই শফিকুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে বিপুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএ