ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

দুর্গোৎসবে যশোরে সনাতনীদের পাশে থাকবে বিএনপি, খোলা হবে মনিটরিং সেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, সেপ্টেম্বর ৯, ২০২৫
দুর্গোৎসবে যশোরে সনাতনীদের পাশে থাকবে বিএনপি, খোলা হবে মনিটরিং সেল যশোর জেলা পূজা উদযাপন পরিষদ নেতাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত

যশোর: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে যশোরে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি। সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করতে জেলা বিএনপির পক্ষ থেকে একটি মনিটরিং সেল খোলা হবে।

 

পুজোর আগে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে দলের সকল ইউনিটের কর্মসূচি সম্পন্ন করা হবে, যাতে নেতাকর্মীরা সহায়ক ভূমিকা পালন করতে পারেন।

যশোর জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেছেন দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (০৮ সেপ্টেম্বর) রাতে যশোরের একটি অভিজাত হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।  

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আসন্ন দুর্গোৎসব উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সকল ধর্মের মানুষের, একক কোন ধর্মীয় গোষ্ঠীর নয়। ফলে এখানে যে যার মতো করে স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় উৎসব ও আচারাদি পালন করতে পারবেন।

দল হিসেবে বিএনপি অতীতের মতো সব সময় সহায়ক শক্তি হিসেবে সকল ধর্মের মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর।  

তিনি বলেন, বিএনপির শাসনামলে একইসাথে পবিত্র রমজান এবং শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। কোন সমস্যা হয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থভূমি এই যশোরে পতিত স্বৈরাচার পরিকল্পিতভাবে আমাদের সকল বন্ধনকে নষ্ট করে দিয়েছে। বিএনপি আবার সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চায়।  

অনিন্দ্য ইসলাম অমিত পূজা উদযাপন পরিষদকে আশ্বস্ত করে বলেন, তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে যেভাবে চাইবে বিএনপি তাদেরকে সেভাবে সহায়তা করতে প্রস্তত রয়েছে।  

সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁন এবং সদর উপজেলা সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।

এসএইচ  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।