ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

লক্ষ্মীপুরে বসুন্ধরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, সেপ্টেম্বর ৮, ২০২৫
লক্ষ্মীপুরে বসুন্ধরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন  বসুন্ধরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন

'শ্রেষ্ঠত্বের পথচলায় সহযাত্রী' এ স্লোগান নিয়ে বসুন্ধরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৮ সেপ্টেম্বর) সদর উপজেলার চন্দ্রগঞ্জের একটি রেস্তরাঁয় এ সম্মেলনের আয়োজন করা হয়।

দেশের ১ নম্বর ব্র্যান্ড বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সৌজন্যে স্থানীয় এক্সক্লুসিভ পরিবেশক জননী ট্রেডিং করপোরেশনের উদ্যোগে এতে স্থানীয় ১৩০ জন রিটেইলার অংশগ্রহণ করে।

সম্মেলনে পরিবেশক মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের এ জি এম (সেলস) নূর কুতুব উল আলম, কুমিল্লা বিভাগীয় ডি এস এম মো. আরিফুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মো. মাসুম বিল্লাহ, ডিস্ট্রিবিউশন ম্যানেজার সঞ্জয় কুমার সাহা, সেলস অ্যাডমিন মো. মামুন সাকি, এস এম মাহমুদ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, একমাত্র বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডারই দিচ্ছে সুরক্ষার সম্পূর্ণ নিশ্চয়তা। প্রত্যন্ত এলাকায় বসুন্ধরা এলপি গ্যাসের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণসহ খুচরা বিক্রেতাদের উৎসাহ দিতে এ আয়োজন।  

পরে রিটেইলারদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া লটারির মাধ্যমে ১০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।