যশোর: যথাযোগ্য মর্যাদায় যশোরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন।
সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হয়। এর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে যেয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এসএইচ