ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে পেটানোর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, সেপ্টেম্বর ৭, ২০২৫
ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে পেটানোর অভিযোগ আহত ছাত্রদল নেতা (মাঝে)

নওগাঁ: অতিরিক্ত ভর্তি ফি আদায়ের প্রতিবাদ করায় নওগাঁ সরকারি কলেজে মাইকিং করে ছাত্রদল নেতা ও জুলাইযোদ্ধা জুনায়েদ হোসেন জুনের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের বিরুদ্ধে।  

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।

জুন নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক।

শিক্ষার্থী ও ছাত্রদল নেতাদের অভিযোগ, নওগাঁ কলেজে অন্য কলেজের তুলনায় এক থেকে দেড় হাজার টাকা বেশি ভর্তি ফি নেওয়া হচ্ছে। ফি কমানোর দাবি জানালে উল্টো কলেজ কর্তৃপক্ষ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে তালা খোলা হয়।

শিক্ষার্থী আরমান হোসেন বলেন, আজ কলেজের মাইকে মাইকিং করে শিক্ষক-স্টাফরা একজন শিক্ষার্থীর বিরুদ্ধে মব সৃষ্টি করে লাঠি-স্ট্যাম্প নিয়ে হামলা চালিয়েছেন। এতে আমরা শঙ্কিত।

হামলার শিকার জুন বলেন, পার্শ্ববর্তী জেলাগুলোর তুলনায় এখানে এক থেকে দেড় হাজার টাকা ফি বেশি। নওগাঁ কলেজে অন্য কলেজের তুলনায় এইচএসসি ভর্তির ফি এক থেকে দেড় হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। এ বিষয়ে গতকাল থেকে সাধারণ ছাত্রদের মধ্যে আলোচনা হচ্ছিল। সমাধান না আসা পর্যন্ত ভর্তি বন্ধ রাখার অনুরোধ করেছিলাম। এরপর আজ সকালে কয়েকজন সাধারণ ছাত্রকে নিয়ে ফি কমানোর দাবি জানালে উল্টো কলেজ কর্তৃপক্ষ আমার ওপর হামলা চালায়। প্রিন্সিপাল-ভাইস প্রিন্সিপালের নির্দেশে সংঘবদ্ধ হয়ে আমাকে মারধর করা হয়। আমি এ ঘটনার বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে কলেজের প্রিন্সিপাল সামসুল হক বলেন, আমার নির্দেশে কিছু হয়নি। মূল্যবান যন্ত্রপাতির ক্ষতির আশঙ্কায় তাকে রুম থেকে বের করা হয়। কর্মচারীদের সঙ্গে হাতাহাতি হয়েছে শুনেছি। বিষয়টি তদন্তে কমিটি করা হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।