ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, সেপ্টেম্বর ৭, ২০২৫
গাজীপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার যুবক হলো- শ্রীপুর উপজেলার তালতলী এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে রাকিব (৩৮)।

ধর্ষণের শিকার ওই নারীর বয়স ৫২ বছর। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোরে ওই নারী ঘুম থেকে উঠে। পরে কাজে যাওয়ার উদ্দেশে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অভিযুক্ত রাকিব তার ঘরের ভেতর ঢুকে লাইট বন্ধ করে ঘর অন্ধকার করে দেয়। পরে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায় রাকিব। এ সময় ওই নারী আহত হয়। খবর পেয়ে পুলিশ বিকেলে রাকিবকে গ্রেপ্তার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানার শ্রমিক এক নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।