ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ঢাকা-সিলেট পুরাতন সড়কে ধস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, সেপ্টেম্বর ৭, ২০২৫
ঢাকা-সিলেট পুরাতন সড়কে ধস ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামগঞ্জ এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের একাংশ ধসে গেছে। এতে যানবাহন চলাচলে ঝুঁকি দেখা দিয়েছে।

 

ভাঙা অংশের পাশের জায়গায় খুঁটির ওপর বস্তা দিয়ে রাখা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ভাঙন ভয়াবহ রূপ ধারণ করে। এর আগে কয়েক দিনের প্রবল বৃষ্টিতে সড়কের নিচে গভীর গর্ত তৈরি হওয়ায় এ অংশটি দেবে গেছে।

স্থানীয়রা জানান, সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল থাকায় মাটি সরে মহাসড়কের এ অংশটি ভেঙে ধসে গেছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ভারী যানবাহনের চলাচল ভাঙনকে আরও বাড়াতে পারে।
২০১৯ সালে একই স্থানে প্রায় ৫০ ফুট অংশ ধসে যাওয়ার পর গাইডওয়াল নির্মাণ করা হয়েছিল। আবার একই জায়গায় ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়রা স্থায়ী মেরামতের দাবি জানিয়েছেন।

সিএনজিচালিত অটোরিকশাচালক রনি আহমেদ জানান, সড়ক দিয়ে আসা-যাওয়া করা ঝুঁকিপূর্ণ। যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলো যে কোনো সময় পাহাড়ি ছড়ায় পড়ে যেতে পারে।

এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, বৃষ্টির সময় রামগঞ্জে প্রচণ্ড ঢল নামে যা ঠেকানো সম্ভব হয় না। এবার ভাঙনের আশপাশে সড়কের ধসে যাওয়া অংশ ঢালাই করে ও গাইডওয়াল নির্মাণের মাধ্যমে টেকসই মেরামত করা হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।