ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় ধাওয়া করে ২৩ মামলার আসামিকে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, সেপ্টেম্বর ৭, ২০২৫
বগুড়ায় ধাওয়া করে ২৩ মামলার আসামিকে গ্রেপ্তার গ্রেপ্তার মাহবুব খান

বগুড়ায় মহাসড়কে পিস্তল ঠেকিয়ে ট্রাকচালকের ৯০ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় পুলিশ ধাওয়া করে  মাহবুব খান (৩৫) নামে ২৩ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার পারতেখুর এলাকায় এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাহবুব খান সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার পাইকসা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

জানা গেছে, রংপুরের মিঠাপুকুর থেকে ফরিদপুরের টেকেরহাটগামী মুরগির খাদ্য বোঝাই দুটি ট্রাকের একটির চাকা পাংচার হলে চালক বগুড়া- নাটোর মহাসড়কে পারতেখুর নামক স্থানে ট্রাক থামান। তখন মোটরসাইকেলযোগে তিনজন এসে অস্ত্রের মুখে দুই ট্রাকের চালক ও হেলপারের কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

চালকের চিৎকারে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ডাকাত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। মাহবুব খান মোটরসাইকেল উঠতে না পেরে ধানক্ষেতে দৌড় দেয়। এ সময় পুলিশ ও ট্রাকের চালক হেলপার ধাওয়া করে তাকে আটক করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাহবুব একজন চিহ্নিত ডাকাত এবং দীর্ঘদিন ধরে আন্তজেলা চক্র পরিচালনা করছে। পলাতক অপর দুই ডাকাত জাকির (৩৫) ও আশরাফ ওরফে চান্দি আশরাফকে (৩২) গ্রেপ্তারে অভিযান চলছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।