ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মেহেরপুরে জালনোটসহ একজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, সেপ্টেম্বর ৭, ২০২৫
মেহেরপুরে জালনোটসহ একজন আটক

মেহেরপুর: ৪২ হাজার টাকা মূল্যের জাল নোটসহ আমিরুল ইসলাম খোকন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১২) গাংনী ক্যাম্পের সদস্যরা।

আটক আমিরুল ইসলাম খোকন মেহেরপুরের গাংনী পৌর এলাকার শিশিরপাড়ার নিজামুদ্দীনের ছেলে।

তিনি বর্তমানে ভাটপাড়া ইকোপার্কের আবাসন প্রকল্পে বসবাস করেন।

রোববার (০৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ভাটপাড়া আবাসন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার ঘরের ভিতর ফ্রিজের ওপর একটি পার্সের মধ্যে থেকে ৪২টি এক হাজার জাল নোট জব্দ করে র‌্যাব।  

তবে, পরিবারের লোকজনের দাবি তাকে ফাঁসানো হয়েছে।

র‌্যাব-১২ সিপিসি মেহেরপুরের গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকনের বাড়ি থেকে এক হাজার টাকা মূল্যের ৪২টি জাল নোট উদ্ধার করা হয়।  

আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক আমিরুল ইসলাম খোকনের বিরুদ্ধে জাল মুদ্রা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে মামলা দায়েরপূর্বক গাংনী থানায় হস্তান্তের প্রক্রিয়া চলছে।

এদিকে, আমিরুল ইসলাম খোকনকে আটক করে থানায় দেওয়ার পর ভাটপাড়া আবাসন এলাকার কয়েকশ’ ব্যক্তি থানায় যেয়ে তার পক্ষে কথা বলেন। তারা জানান, খোকন একজন নিরীহ মানুষ। তাকে কেউ শত্রুতা করে ফাঁসাতে পারে। বিষয়টি তদন্তের দাবি জানান তারা।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।