সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান আর নেই।
রোববার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
মরহুমের ছোট ছেলে সিদ্দিকুল আওয়ালিন অমিয় বলেন, ১ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবা। ওইদিন তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টার দিকে মারা যান তিনি।
তিনি আরও জানান, আজ বাদ আসর ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে নামাজে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে মান্না রায়হানকে দাফন করা হবে।
মান্না রায়হান শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে এবং বীর মুক্তিযোদ্ধা ও কবি আব্দুর রউফ পাতার ছোট ভাই। তিনি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা, গল্প ও প্রবন্ধ রচনা করেছেন।
এসআই