ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, সেপ্টেম্বর ৭, ২০২৫
নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত নারায়ণগঞ্জের ম্যাপ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এস ও ঈদগা মাঠের কাছে বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছিনতাইকারীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, ভোরে একটি সিমেন্টের রেডিমিক্স বহনকারী গাড়ি বটতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন ছিনতাইকারী চাকু ও ছোরা নিয়ে সেটিকে থামানোর চেষ্টা করে। চালক মশিউর রহমান পরিস্থিতি আঁচ করতে পেরে গাড়ি না থামিয়ে সামনে এগোনোর চেষ্টা করলে তাদের একজন ইট ছুড়ে সামনের গ্লাস ভেঙে দেয়। এতে চালক ও তার সহকারী আহত হন। পরে গতি কমে এলে ছিনতাইকারীরা গাড়িতে উঠে সেটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় চালক ও সহকারীর চিৎকারে পথচারীরা এগিয়ে আসেন। তারা ছিনতাইকারীদের ধাওয়া করলে পালানোর সময় একজন পড়ে যায়। উপস্থিত লোকজন তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।