ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র: মাহবুবের রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, সেপ্টেম্বর ৬, ২০২৫
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র: মাহবুবের রহমান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন। নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই।

কিন্তু আজকে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।  আমি বলতে চাই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয় ষড়যন্ত্র। গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র। নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র।

‎শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাহবুবের রহমান বলেন, আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, এতে কোনো সন্দেহ নেই। সেজন্য আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে।  

তিনি বলেন, আমরা বলতে চাই এখন পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে একটি মাত্র পথ, সে পথটি হলো জাতীয় সংসদ নির্বাচন। আমরা দীর্ঘ ১৬-১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি যাতে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নির্বাচন হবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি রাজপথে আছে, রাজপথে থাকবে।

‎সম্মেলন উদ্বোধন করেন ‎বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া।

রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানীর সভাপতিত্বে ও রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।