ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সিলেটে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, সেপ্টেম্বর ৫, ২০২৫
সিলেটে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল।

সিলেটে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সিলেট-এয়ারপোর্ট সড়কের লাক্কাতুরা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মোটরসাইকেল আরোহী মো. ফাহাদ সিলেট নগরের শাহপরান এলাকার আব্দুল হকের ছেলে।  

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, দ্রুতগামী একটি ট্রাক বিমানবন্দরের দিকে ও দুটি মোটরসাইকেলে কয়েকজন যুবক আম্বরখানার দিকে আসছিল। লাক্কাতুরা এলাকায় আসামাত্র ট্রাক, অটোরিকশা ও দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও চারজন। আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর ট্রাক ও অটোরিকশা জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

খবর পেয়ে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।  

এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।