ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

খুলনায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৭, সেপ্টেম্বর ৫, ২০২৫
খুলনায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা ইমরান হোসেন মানিক

খুলনার রূপসায় ইমরান হোসেন মানিক (৩৮) নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।

মানিক ওই ইউনিয়নের বাগমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।  

স্থানীয়রা জানান, অস্ত্রধারী দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে পাঁচ/ছয় রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মানিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং মানিকের লাশ উদ্ধার করেছে।  

ঘটনার পরপর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

তবে রূপসা থানার দায়িত্বরত কর্মকর্তা জনি আহমেদ বলেন, রাতে মানিক একটি ভ্যানে করে ইলাপুরের দিকে যাচ্ছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।

এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।