ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মাগুরায় বাক প্রতিবন্ধীকে ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, সেপ্টেম্বর ৪, ২০২৫
মাগুরায় বাক প্রতিবন্ধীকে ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার

মাগুরা: বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশি বাদশা শেখকে তার বোনের বাড়ি শ্যামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাগুরার শত্রুজিৎপুর মধ্যপাড়া গ্রামের তালেব শেখের ছেলে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে মাগুরা সদর থানা পুলিশ। গত বুধবার (০৩ সেপ্টেম্বর) মধ্যরাতে প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করেন বাদশা শেখ।  

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, বাদশা শেখ নামে এক ব্যক্তিকে তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই কিশোরীর বড়বোন জানিয়েছেন, তার মা ও বাকপ্রতিবন্ধী বোন বুধবার রাতে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় বাদশা শেখ সেখানে প্রবেশ করে। বাদশা তার প্রতিবন্ধী কিশোরী বোনকে ধর্ষণ করে। এক পর্যায়ে তার মা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করেন। এ সময় বাদশা শেখ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছিল।

এসএইচ  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ