ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ফ্যাসিবাদী আ. লীগ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে: শামা ওবায়েদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, সেপ্টেম্বর ৪, ২০২৫
ফ্যাসিবাদী আ. লীগ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে: শামা ওবায়েদ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম।

বিগত আওয়ামী সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে দেশ থেকে পালিয়ে গেছে।

ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিদায় নিলেও আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা করে রেখে গেছেন তা টিকিয়ে রাখতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই ঐক্যমত হয়ে আমরা যদি সংসদে যেতে পারি তাহলে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ৩১ দফার সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। বিএনপি সরকার গঠন করলে, একটি মানবিক, স্বচ্ছ, ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। '

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির ভাগ যারা পেয়েছেন তারা আজও আমাদের চারপাশে ঘুরছে। যারা গুম-খুনের সঙ্গে জড়িত, তারাও ঘোরাফেরা করছে। সুতরাং এসব লোকদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। রক্ত দিয়ে যারা আমাদের কথা বলার অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব দিয়েছেন, তাদের তা যেকোনো মূল্যে রক্ষা করা হবে।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, যুবদল নেতা তৈয়াবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।