ঝিনাইদহ: ইন্তেকাল করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সাংবাদিক আমিনুর রহমান টুকু বার্তা সংস্থা ইউএনবির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি জাতীয় মানবাধিকার সংস্থা, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও বাংলাদেশ ভোক্তা অ্যাসোসিয়শেনে দায়িত্ব পালন করেছেন। ছিলেন স্থানীয় আমেনা খাতুন ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট স্ট্রোক করেন আমিনুর রহমান টুকু। এর পর থেকেই তিনি ঢাকার আল-মানার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাত ৯টায় ঝিনাইদহ উজির আলী হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাকে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক আমিনুর রহমান টুকুর মৃত্যুতে শোক জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, সহ-সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, ফয়সাল আহমেদ, সাংবাদিক শহিদুল ইসলাম, আলাউদ্দিন আজাদ।
আরো শোক জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর, সেক্রেটারি আব্দুল আউয়াল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা এবং এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা।
এসএইচ