ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, আগস্ট ৩১, ২০২৫
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৩ জনের মৃত্যু দুর্ঘটনাস্থল, সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের আফতাব উদ্দিন মার্কেটের পাশে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন-পঞ্চগড়ের শাহিন ইসলাম (২২), গাইবান্ধার ইব্রাহিম (২৮) ও রংপুরের ফিরোজ (১৮)।
 
স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের সবুজ কাজীর বাড়ির কাজ করছিলেন দুই নির্মাণ শ্রমিক। তাদের মধ্যে একজন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে আর না ওঠায় অপরজন পাশের বিল্ডিং থেকে শাহীন নামে আরেক শ্রমিককে ডেকে নিয়ে আসেন। এরপর তারা দুজন একে একে ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু বেশ কিছুক্ষণ পরও তারা না ফেরায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পড়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে সেপটিক ট্যাংকে তিনজনের লাশ পায়।  

শাহিনের সঙ্গে কাজ করতে আসা পাভেল বলেন, শাহীন ও আমি একসঙ্গে মুন্সীগঞ্জ স্টেডিয়ামের কাছে ভাড়া থেকে কন্ট্রাক্টরের অধীনে বাড়ি নির্মাণ শ্রমিকের কাজ করতাম। এর মধ্যে এ দুর্ঘটনা ঘটলো।  

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাস থাকায় শ্রমিকরা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।