ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, আগস্ট ২৮, ২০২৫
আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি আটক টিকটকার মাহিয়া মাহি

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে বহুল আলোচিত টিকটকার মাহিয়া মাহি আটক করা হয়েছে।  

বুধবার (২৭ আগস্ট) রাতে নগরের পোর্ট রোড এলাকার ‘হোটেল রোদেলা’ থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটক করে।

তার সঙ্গে আরও দুজনকে (এক পুরুষ ও নারী) আটক করা হয়েছে।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও একজন যুবককে থানায় নেওয়া হয়েছে। যেহেতু তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছে, তাই তাদের যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো বৈধ নথি দেখাতে না পারায় জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।  

এদিকে মাহিয়া মাহিকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে হোটেলের সামনে তাদের ভিডিওধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিকের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহি ও আটক তরুণ-তরুণী।

 এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।