রাজধানীর শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রুয়েট শিক্ষার্থীরা।
বিকেল সাড়ে ৩টার দিকে রুয়েট শিক্ষার্থীদের মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে নগরের তালাইমারী মোড়ে গিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে।
এ সময় তারা ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলার তীব্র নিন্দা জানায়। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে যাবেন না।
তিন দফা দাবিতে বেলা ১১টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রকৌশল শিক্ষার্থীরা। দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।
এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এনডি